দিন পার হয় , পার হয় দিন....
ভাবনাবিহীন
ধুলা- ফুটপাথ , চায়ের দোকান
এই রাত্রিদিন
মানুষ , মানুষ আর মানুষের শহরে
ফিরে তাকাই না , শুধু হেটে যাই ক্লান্তিভরে
আমার জানালা -চা এর দোকান ছোট টংঘর
পর ও আপন হয় ,হয় আপন পর....
দিন পার হয় , পার হয় দিন....
ভাবনাবিহীন
খয়া চাঁদ আর ভাঙ্গা ইট কাঠ
হয়না মলিন
আছে অচেনা রাস্তারা, আছে মোবাইলে রিংটোন,আছে পরিচিত রেস্তোরা , আছে হারিয়ে যাবার মন.... আছে পোষা বিরাল - পাখি, আছে চেনা মানুষ জন , আছে ছুটে চলা ঘরি, আছে হারিয়ে যাওয়া খন.... চলবে যা ইচ্ছা তাই....
তবু আমাদের কি কি আছে তারই হিসেব করা সহয ,কারন নেই এর হিসেব কখনই শেষ হয় না ....:D:D
No comments:
Post a Comment