Monday, October 01, 2012

অসমাপ্ত গান


চলতি পথে থমকে দাড়ায়,
দু' চোখ বেয়ে রক্ত গড়ায়,
চোখের পানি বহু আগেই শুকিয়ে গেছে তার।
ভাবনা গুলো আগের মত,
বাধে না আর কোনই সুতো,
হঠাৎ করেই বাচতে চাওয়া, বিদ্রোহী আত্মার।।

ছেলেটা খুঁজে যায় সে-সময় বারে বার,
ছেলেটা পেতে চায়, অতীতটাকে আবার।


বাড়ছে খরচ বেচে থাকার,
গতি বাড়ছে জীবন চাকার,
কমছে শুধু মানুষ হয়ে বাচার অঙ্গীকার।
পায় যে ভয় আজ দেখতে আকাশ,
শুকতে শিশির ভেজা বাতাস,
হয়ে গেছে সবকিছু আজ নষ্টর অধিকার।

ছেলেটা খুঁজে যায় সে-সময় বারে বার,
ছেলেটা পেতে চায়, অতীতটাকে আবার।

No comments:

Post a Comment