Saturday, October 13, 2012

বিজয়


১। তিন দুই ছয়, তিন
সহস্র চৌ'শত এক ও পাঁচশত সত্তর
২। সাক্ষী ইতিহাস, যা বর্ণনা দেয় কালো রাত-এর।
৩। আপনি কি জানেন কালো রাত কি?
৪। কালো রাত হল সেই রাত যা শত-সহস্র রাত হতেও নিকৃষ্ট।
৫। এই রাতে নেকড়ের দল হামলে পড়েছিলো নিরীহ মানুষের উপর, তাদের প্রভুর নির্দেশে।
৬। হত্যাযজ্ঞ চলে সকাল পর্যন্ত

৭। অতঃপর
সৃষ্টি হয় দু'টি দলের।
৮। একদল হয় সেবক, নেকড়েদের।
৯। নিশ্চয়ই হায়েনারা পাবে প্রাপ্য শাস্তি।

১০। আর যারা সমবেত হয়েছিলো,
১১। নিজ মাতৃভূমি রক্ষায়
১২। তারা পেল বিজয়।

১৩। আর কেউ কেউ বলে প্রমাণ দেখাও।
১৪। তাদের হৃদয় করা হয়েছে সীলমোহর-কৃত
১৫। ও, তাদের চোখ, কখনোই খুঁজে পাবে না, সত্যকে।
১৬। আপনি নিশ্চিত থাকুন, তাদের শাস্তি সম্পর্কে।

১৭। আপনিই পাবেন বিজয়,
অতীতের মত।

No comments:

Post a Comment