Sunday, May 04, 2014

এর চেয়ে বেশি কিছু চাই না

ক্ষণিকের আলাপন
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়,
সেই সাথে বাড়তে থাকে
চেপে রাখা দীর্ঘশ্বাস।

যেটুকুই পেয়েছি,
লাভের খাতায় জমা হতে থাক।
এর চেয়ে
বেশি কিছু চাই না।

সুখের আড়ালে
হতাশারা জমা হতে থাক।
স্মৃতির কোঠায় জমে
খুচরো সময় সব।

হারানোর ভয় আমার
অনেক অনেক বেশি।
আশার হিসেব সব
ওলট-পালট।

আড়ালের ভালোবাসা
ভারী দীর্ঘশ্বাস হয়ে বুকেই জমে থাক।
এর চেয়ে
বেশি কিছু চাই না।

No comments:

Post a Comment