জীবনের মোড়ে এক,
আশ্চর্য পরিবর্তন
ছক বাধা পথ চলায়,
হঠাৎ এক ছন্দপতন।।
হঠাৎ করেই সব
এলোমেলো হয়ে গেল
হঠাৎ করেই সব
সাদা-কালো রঙে রঙিন হল।।
ভাষাহীন জীবনে আজ,
লেগেছে, সুরের ছোঁয়া
জীবনের কষ্ট গুলো আজ
হচ্ছে সাফ, যেন বৃষ্টি ধোয়া।।
মনের কোন কোনে
আশার আলো, পথ যে দেখায়
নতুন জীবন গড়ে
আমায় সে যে বাচতে শেখায়।।
হঠাৎ করেই দেখি
জীবন আমার বদলে গেছে
আধার কোন হতে সে
যে আলোর দেশে পৌঁছে গেছে
বুঝতে পেরেছি আমার হয়েছে যে কি...
বুঝতে পেরেছি, ভালোবাসতে শিখেছি...
- পল্লব,
১২ই শ্রাবণ, ১৪০৭।
27th July, 1999.
আশ্চর্য পরিবর্তন
ছক বাধা পথ চলায়,
হঠাৎ এক ছন্দপতন।।
হঠাৎ করেই সব
এলোমেলো হয়ে গেল
হঠাৎ করেই সব
সাদা-কালো রঙে রঙিন হল।।
ভাষাহীন জীবনে আজ,
লেগেছে, সুরের ছোঁয়া
জীবনের কষ্ট গুলো আজ
হচ্ছে সাফ, যেন বৃষ্টি ধোয়া।।
মনের কোন কোনে
আশার আলো, পথ যে দেখায়
নতুন জীবন গড়ে
আমায় সে যে বাচতে শেখায়।।
হঠাৎ করেই দেখি
জীবন আমার বদলে গেছে
আধার কোন হতে সে
যে আলোর দেশে পৌঁছে গেছে
বুঝতে পেরেছি আমার হয়েছে যে কি...
বুঝতে পেরেছি, ভালোবাসতে শিখেছি...
- পল্লব,
১২ই শ্রাবণ, ১৪০৭।
27th July, 1999.
No comments:
Post a Comment