নরম সীটে গা এলিয়ে
জানলা দিয়ে,
রোদ্দুর দেখ।
দেখতে পাবি,
একটা ছেলে,
একলা চলে,
রিকশা সীটে, আলতো হাসি,
মুঠোয় ভরা আলাপনে মগ্ন থেকে,
শরীর মাখে,
রোদ্দুর আর গরম হাওয়ায়।
একটা ছেলে,
একলা চলে,
রিকশা সীটে, আলতো হাসি,
মুঠোয় ভরা আলাপনে মগ্ন থেকে,
শরীর মাখে,
রোদ্দুর আর গরম হাওয়ায়।
নাও বা যদি দেখতেও পাস,
এই শহরের কোন পথেই,
রয়েছে সে,
জেনে রাখিস।
এই শহরের কোন পথেই,
রয়েছে সে,
জেনে রাখিস।
সুচ আর সুতোয়, দিচ্ছে জোড়া,
টুকরো সময়,
নকশী কথায়,
তৈরি করা পদাবলী।
টুকরো সময়,
নকশী কথায়,
তৈরি করা পদাবলী।
জেনে রাখিস কারণ ছাড়া
ফুল ফোটে না,
নামে না যে,
বর্ষা কভু, অঝোর ধারায়।
ফুল ফোটে না,
নামে না যে,
বর্ষা কভু, অঝোর ধারায়।
খুজিস না তা ও,
কোন কারণে,
তপ্ত দুপুর, হয় যে মধুর...
কোন কারণে,
কোন কারণে,
তপ্ত দুপুর, হয় যে মধুর...
কোন কারণে,
গরম হাওয়াও শীতল লাগে...
কারণটুকু, থাক আড়ালেই,
সেই ছেলেটার।
সেই ছেলেটার।
ভাল লিখেছ রে
ReplyDeleteগল্পটা অনেক সুন্দর।
ReplyDeleteঅনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।