ভালোবাসার অনুভূতিটা,
উপচে পরার মতই...
অনেক বেশি...
চিৎকার করে বারংবার
নিজের অস্তিত্ব জানান দিতে চায়...
দেখিস,
তোর মনেও চিৎকার করে।
হয়তো,
তুই সেটা,
মুখে ফোটাস না।
তোর মন,
তোর প্রাণ,
তোর সমগ্র অস্তিত্ব,
চিৎকার করে জানান দিতে চায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
সবাই তো তোর মত নয়,
কাউকে কাউকে
এই চিৎকার
গ্রাস করে নেয়।
দম বন্ধ করা সেই অনুভূতি
তখন,
চিৎকার করে নিজের অস্তিত্ব জানায়।
চোখে,
মুখে,
কানে,
সবখানে।
আর তখন,
কিছু কিছু মানুষও,
বেচে থাকার প্রবল বাসনায়...
মৃত্যুর কাছাকাছি সেই
অনুভূতির গ্রাস থেকে মুক্তি পেতে
বারংবার চিৎকার করে বলে উঠে,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
আমিও,
সেই সাধারণেরই একজন।
ভালোবাসার অনুভূতিটা,
গ্রাস করার মতই...
ভালোবাসার অনুভূতিটা,
ডুবিয়ে ফেলার মতই...
উপচে পরার মতই...
অনেক বেশি...
চিৎকার করে বারংবার
নিজের অস্তিত্ব জানান দিতে চায়...
দেখিস,
তোর মনেও চিৎকার করে।
হয়তো,
তুই সেটা,
মুখে ফোটাস না।
তোর মন,
তোর প্রাণ,
তোর সমগ্র অস্তিত্ব,
চিৎকার করে জানান দিতে চায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
সবাই তো তোর মত নয়,
কাউকে কাউকে
এই চিৎকার
গ্রাস করে নেয়।
দম বন্ধ করা সেই অনুভূতি
তখন,
চিৎকার করে নিজের অস্তিত্ব জানায়।
চোখে,
মুখে,
কানে,
সবখানে।
আর তখন,
কিছু কিছু মানুষও,
বেচে থাকার প্রবল বাসনায়...
মৃত্যুর কাছাকাছি সেই
অনুভূতির গ্রাস থেকে মুক্তি পেতে
বারংবার চিৎকার করে বলে উঠে,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...
আমিও,
সেই সাধারণেরই একজন।
ভালোবাসার অনুভূতিটা,
গ্রাস করার মতই...
ভালোবাসার অনুভূতিটা,
ডুবিয়ে ফেলার মতই...
No comments:
Post a Comment