মাঝে মাঝে ইচ্ছে করে, সবাই জানুক...
বুকের ভেতর আমার এত সুখ।
কেমন করে করছি উপভোগ, ভাবনাগুলো।
মাঝে মাঝে ইচ্ছে করে, সবাই জানুক...
কোন কথাটা বুকের ভেতর তুলছে আলোড়ন।
কেমন করে, বলছি সেটা।
ঠিক তখনই কবিতা হয়,
তোকে বলা কথা গুলোই...
ঠিক তখনই গান হয়ে যায়
তোকে ঘিরে অনুভূতির দল...
কলম খাতায় সখ্য বাড়ে,
সখ্য বাড়ায় ছন্দ ও সুর
ভাবনাগুলো গুছিয়ে যায়, আপনা থেকেই।
তোকে ঘিরে আবর্তনে,
যন্ত্র থেকে বিবর্তিত
আবেগ সহ পূর্ণ মানুষ।
কথার ঝুড়ি ফুটতে থাকে,
ভাসতে থাকে গানের সুরে
মানুষ থেকে মহা-মানুষ, প্রেমের ছোঁয়ায়।
অন্য সময়, অন্য খানে,
হারায় আবেগ,
যান্ত্রিকতায়।
নয় নম্বর, যন্ত্র-পুরুষ...
সমীকরণ মাথায় আছে,
হিসেব আছে,
নিয়ম-কানুন সবই আছে,
ইচ্ছেও আছে।
মাঝে মাঝে ইচ্ছে করে, নিয়ম ভাঙ্গুক...
মানুষ হয়ে যাই পেয়ে তোর,
নরম আদর।
মাঝে মাঝে ইচ্ছে করে, সবাই জানুক...
চলছে কি এই বুকের ভেতর।
বুকের ভেতর আমার এত সুখ।
কেমন করে করছি উপভোগ, ভাবনাগুলো।
মাঝে মাঝে ইচ্ছে করে, সবাই জানুক...
কোন কথাটা বুকের ভেতর তুলছে আলোড়ন।
কেমন করে, বলছি সেটা।
ঠিক তখনই কবিতা হয়,
তোকে বলা কথা গুলোই...
ঠিক তখনই গান হয়ে যায়
তোকে ঘিরে অনুভূতির দল...
কলম খাতায় সখ্য বাড়ে,
সখ্য বাড়ায় ছন্দ ও সুর
ভাবনাগুলো গুছিয়ে যায়, আপনা থেকেই।
তোকে ঘিরে আবর্তনে,
যন্ত্র থেকে বিবর্তিত
আবেগ সহ পূর্ণ মানুষ।
কথার ঝুড়ি ফুটতে থাকে,
ভাসতে থাকে গানের সুরে
মানুষ থেকে মহা-মানুষ, প্রেমের ছোঁয়ায়।
অন্য সময়, অন্য খানে,
হারায় আবেগ,
যান্ত্রিকতায়।
নয় নম্বর, যন্ত্র-পুরুষ...
সমীকরণ মাথায় আছে,
হিসেব আছে,
নিয়ম-কানুন সবই আছে,
ইচ্ছেও আছে।
মাঝে মাঝে ইচ্ছে করে, নিয়ম ভাঙ্গুক...
মানুষ হয়ে যাই পেয়ে তোর,
নরম আদর।
মাঝে মাঝে ইচ্ছে করে, সবাই জানুক...
চলছে কি এই বুকের ভেতর।
No comments:
Post a Comment