Sunday, May 18, 2014

পুজারী

পাড়ি দিতে পারি,
পৃথিবীর ওই প্রান্তে,
যদি সেটা হয়,
আপনার উদ্দেশ্যে।

হেটে ছুতে পারি,
সরে যাওয়া দিগন্ত।
যদি সেটা হয়
আপনার পাশাপাশি।

তবে দেবী,

যদি ছোঁয়া যেত
তব হাতে, এই হাত...
তবে বলতেম,
মরিতেও নাহি খেদ...

কেউ পূজা দেয়,
ভক্তির স্রোত থেকে,
কেউ পূজা দেয়,
ধর্মের শৃঙ্খলে...

আমার পূজা,
হৃদয় গভীর হতে,
অঞ্জলি দেই,
প্রেমের কাব্য ঢেলে...

No comments:

Post a Comment