Skip to main content

Posts

Showing posts from 2015

ঘোর...

ইদানীং খুব ভুল হয়ে যায়। ঘুমের মাঝেই কথা বলি.... বাস্তবতায় নীরব থেকে, কল্পনাতে কথার ঝুড়ি, চলতে থাকে।

জীবন এখন যেমন

কৃষ্ণচূড়ায় আগের মত রঙ লাগে না, রঙ মাখে তাই শেওলা ভরা সবুজ পানি। তোমার মনে আগের মত দোল জাগে না, দোলার স্থানে জমছে ঘৃণা, সেটাও জানি। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার পথের এড়িয়ে চলা কুড়িয়ে যাই। কুড়িয়ে যাই, তোমার যত অবহেলা। এখন তো আর যায় না দেখা সেই হাসিটা। যেই হাসিতে রঙ্গিন হত, জীবন চলা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। আমার জীবন এমন হবে, জানাই ছিল। হয়নি জানা, তোমার জীবন কেমন যাবে। মনটা আমার আটকে আছে একই স্থানেই। জীবন যদিও যায় এগিয়ে নিজ স্বভাবে। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার তবু আশ্রয় আছে, ফিরে যাবার। ভুল হলে, ভুল ভুলে গিয়ে, সহায় নেবার। আমার আছে শুধুই যে এক মঞ্চ কেবল। ফেরা মানে অভিনয়ে পাল্টানো ভোল। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। লুকিয়ে থাকা অভিনয়ে কষ্ট বাড়ে। কল্পনারা লাগাম ছিঁড়েই উড়তে পারে। মনের ভেতর কষ্ট চেপে, হাসতে থাকা, বুকের ভেতর কান্না জমাট আটকে রাখা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপ...

ভুল সময়ে ভুল স্বপ্ন

মাঝে মাঝে, জেগে উঠতে ইচ্ছে করে। ইচ্ছে করে, গা ঝাড়া দেই, হাটতে থাকি।... ছকে বাধা বেচে থাকা কাটিয়ে উঠি। কাটিয়ে উঠি, আনমনা ভাব, হারিয়ে থাকা... ভুলে থাকার চেষ্টাটাকে ভুলে গিয়ে, ভালো থাকার প্রচেষ্টাটাও বন্ধ রেখে, আঁকড়ে ধরি ভালো লাগার অনুভূতি, আর একটি বার। মাঝে মাঝে, ইচ্ছে গুলো উপচে পরে। উপচে পরা ভাবনারা হয় বিস্ফোরিত... ভর করে এক অস্থিরতা, সকল কাজে। অস্বস্তিকর অনুভূতির সময়টুকু এগোয় খুবই ধীর গতিতে। পাঁচ মিনিটের বিরতিতে, চায়ের জন্য কোনার দোকান, নেই এখন আর আগের স্থানে। পরিচিত মুখের এখন, হয় না দেখা। সময় লাগে, সামলে ওঠায়, আমার আমায় সময় নিয়ে, দিতে থাকি, শুধুই প্রবোধ। সময় এখন বদলে গেছে। বদলে গেছে জীবনপথের পটভূমি। আগের মত একলা, একা, নেই যে আমি। জীবন মানে এখন শুধুই এগিয়ে চলা, মাঝে মাঝে, আকাশছোঁয়া স্বপ্ন দেখা, একটু পরে, স্বপ্ন ভাঙ্গা। তিন নম্বর কৃষ্ণচূড়ায় এখন যে আর ফোটে না ফুল, তেমন করে, আগুন রাঙ্গা। - (১৫ই বৈশাখ, ১৪২২)

একটি আত্মকাহিনী ২

তবুও প্রত্যাশা করি, একদিন হবে দায়মুক্তি। পাব ক্ষমা, পুরনো সময়, আর... সম্পর্ক। এভাবেই বয়ে চলা জীবন শুষে নেয়া বোধ, একটু আশার দেখা পেতে, তিলে তিলে মৃত্যুর পথে যাত্রা। আসলে নির্দোষ নই আমি এক পাপাচারী বলছি। - (২৬শে ফাল্গুন, ১৪২১)

অর্বচীন পণ...

ছেলেবেলায় ক্লাস টু থেকে কমিকস, থ্রি থেকে গল্পের বইয়ের নেশা। তখনই সাহিত্যের জগতে পদচারণার হাতেখড়ি। এরপর একটু বড় হয়ে, সাইকেল আর গীটার জুটল ক্লাস সিক্সে, ঘোরাফেরা আর সুর, সঙ্গীত এর জগতে চলার শুরু। সেভেনে এসে হাতে পেলাম একটা আধা অটোমেটিক ক্যামেরা। সেই শুরু ফটোগ্রাফির। ডাইরি লিখা শুরু ক্লাস ফাইভ থেকেই। সেটা চলছে, গান-গীটার চলছে, ফটোগ্রাফি চলছে আর চলছে সাইকেলে ভর করে পুরোটা শহর ঘুরে বেড়ানো। এর মাঝে ইন্টারনেট এলো। কম্পিউটার তার আগে থেকেই ছিল। লিখালিখি তখনও আটকে ছিল ডায়রিতেই। তবে গানটা কিছুটা ছড়িয়ে গেল। গাইতাম, লিখতাম, সুর করতাম। আড্ডাবাজি আর ঘুরে বেড়ানর মুল উদ্দেশ্য ছিল মানুষ দেখা, বুঝতে চেষ্টা করা। তাদের ভাবনা, আবেগ এগুলোকে কলমে ধরে রাখার চেষ্টা ছিল। এভাবে চলতে চলতেই বড় হয়ে ওঠা। কখন যে ছেলেবেলা পার হয়ে বড় হয়ে গেছি টেরই পাইনি। অনেক কাল পরে একদিন শুনলাম, নতুন একটা জিনিস এসেছে, ব্লগ। ওয়েব, লগ থেকে ব্লগ। ডায়েরির লিখা ইন্টারনেটের দুনিয়ায় উন্মুক্ত করে দিলে, সেটা হয় ব্লগ। খুললাম একাউন্ট, ব্লগার ডট কম-এ। লিখালিখি বলতে সেই দৈনন্দিন ডাইরির পাতাগুলোই এখন লিখার বদলে টাইপ হতে থাকলো। এর নতুন কোন গান ব...

পণ...

দিলাম না হয় অফুরন্ত সময়টুকুই, দেবার মত আর কিছুই যেহেতু নেই... তবুও সুখে থাক, এইটাই চাওয়া, চাওয়ার মত আর কিছুই যেহেতু নেই... অধিকার, সে তো হারিয়ে গিয়েছে কবেই... শত অনুরোধে মেলে না যে আজ সাড়া। নতজানু হয়ে তবু করি প্রার্থনা... দেখা যদি হয় সংকোচটুকু ছাড়া। বাকিটুকুতে ইচ্ছার হয় অভাব, অর্ধেকটাও অনেক বেশিই বলে... লাগবে সময়, লাগুক না হয় আরও, সমনে দাঁড়াব শুধুই পুরোটা হলে...

Lost Lullaby

যদি হঠাৎ রাতে, যায় ভেঙ্গে ঘুম, দেখ, আমি নেই পাশে যদি আকাশ পানে, চেয়ে অকরণে চোখে, অশ্রু জমে আসে... জেনো, পাশেই আমি, হয়ে চোখের পানি, ঘুমপাড়ানি গান গাই। ঘুমোও সোনা, ঘুমোও তুমি যদি, ঘুম না আসে, গভীর রাতে, তুমি দাড়িও জানালায়। যদি বইলে হাওয়া, আমার কথা মনে পরে যায়... জেনো, রাতের হাওয়া হয়েই আমি, ছুঁয়ে যাই তোমায়... ঘুমোও সোনা, ঘুমোও তুমি...