দিলাম না হয় অফুরন্ত সময়টুকুই,
দেবার মত আর কিছুই যেহেতু নেই...
তবুও সুখে থাক, এইটাই চাওয়া,
চাওয়ার মত আর কিছুই যেহেতু নেই...
অধিকার, সে তো হারিয়ে গিয়েছে কবেই...
শত অনুরোধে মেলে না যে আজ সাড়া।
নতজানু হয়ে তবু করি প্রার্থনা...
দেখা যদি হয় সংকোচটুকু ছাড়া।
দেবার মত আর কিছুই যেহেতু নেই...
তবুও সুখে থাক, এইটাই চাওয়া,
চাওয়ার মত আর কিছুই যেহেতু নেই...
অধিকার, সে তো হারিয়ে গিয়েছে কবেই...
শত অনুরোধে মেলে না যে আজ সাড়া।
নতজানু হয়ে তবু করি প্রার্থনা...
দেখা যদি হয় সংকোচটুকু ছাড়া।
বাকিটুকুতে ইচ্ছার হয় অভাব,
অর্ধেকটাও অনেক বেশিই বলে...
লাগবে সময়, লাগুক না হয় আরও,
সমনে দাঁড়াব শুধুই পুরোটা হলে...
লাগবে সময়, লাগুক না হয় আরও,
সমনে দাঁড়াব শুধুই পুরোটা হলে...
No comments:
Post a Comment