যদি হঠাৎ রাতে, যায় ভেঙ্গে ঘুম, দেখ, আমি নেই পাশে
যদি আকাশ পানে, চেয়ে অকরণে চোখে, অশ্রু জমে আসে...
জেনো,
পাশেই আমি, হয়ে চোখের পানি,
ঘুমপাড়ানি গান গাই।
ঘুমোও সোনা, ঘুমোও তুমি
যদি, ঘুম না আসে, গভীর রাতে, তুমি দাড়িও জানালায়।
যদি বইলে হাওয়া, আমার কথা মনে পরে যায়...
জেনো,
রাতের হাওয়া হয়েই আমি,
ছুঁয়ে যাই তোমায়...
ঘুমোও সোনা, ঘুমোও তুমি...
যদি আকাশ পানে, চেয়ে অকরণে চোখে, অশ্রু জমে আসে...
জেনো,
পাশেই আমি, হয়ে চোখের পানি,
ঘুমপাড়ানি গান গাই।
ঘুমোও সোনা, ঘুমোও তুমি
যদি, ঘুম না আসে, গভীর রাতে, তুমি দাড়িও জানালায়।
যদি বইলে হাওয়া, আমার কথা মনে পরে যায়...
জেনো,
রাতের হাওয়া হয়েই আমি,
ছুঁয়ে যাই তোমায়...
ঘুমোও সোনা, ঘুমোও তুমি...
No comments:
Post a Comment