Sunday, June 07, 2015

ঘোর...

ইদানীং খুব ভুল হয়ে যায়।
ঘুমের মাঝেই কথা বলি....

বাস্তবতায় নীরব থেকে,
কল্পনাতে কথার ঝুড়ি, চলতে থাকে।



কল্পনা আর বাস্তবতায়,
মাঝে মাঝেই
পার্থক্য হারিয়ে ফেলি।
মাঝে মাঝে, বুঝতে পারি,
ভুল হচ্ছে।

হঠাৎ করে জেগে উঠে,
পাশে দেখি অচেনা মুখ,
চমকে উঠি।
একটু পরে বুঝতে পারি, বাস্তবতা।
ওপাশ ফিরে আবার ঘুমাই...

ইদানীং খুব ভুল হয়ে যায়।
ঘুমের মাঝেই কথা বলি....

- (২২শে জ্যৈষ্ঠ, ১৪২২)

No comments:

Post a Comment