হয়তোবা তুই দেখতে পাবি,
হয়তোবা না।
হয়তোবা তুই দেখতে পেয়েও
এড়িয়ে যাবি,
বলছি তবুও।
হয়তোবা না।
হয়তোবা তুই দেখতে পেয়েও
এড়িয়ে যাবি,
বলছি তবুও।
ভুল করেই, কখনো তুই,
বসিস স্মৃতির ডালা খুলে,
দেখতে পাবি।
বসিস স্মৃতির ডালা খুলে,
দেখতে পাবি।
আর কখনো হলে পথে
হটাৎ দেখা,
দিলাম কথা,
ফেরাব না মুখটা যে আর।
বিব্রত-বোধ করবি না আর,
সাড়া দিব,
বললে কিছু।
হটাৎ দেখা,
দিলাম কথা,
ফেরাব না মুখটা যে আর।
বিব্রত-বোধ করবি না আর,
সাড়া দিব,
বললে কিছু।
আগ বাড়িয়ে কিছুই
আমি করব না আর,
ভয় লাগে খুব,
লৌহ হৃদয়।
আমি করব না আর,
ভয় লাগে খুব,
লৌহ হৃদয়।
যাবার আগে,
রীতি আছে, বিদায় নেয়ার।
যাচ্ছি চলে।
বহুদূরে।
রীতি আছে, বিদায় নেয়ার।
যাচ্ছি চলে।
বহুদূরে।
হয়তোবা আর,
হবে না কখনোই লিখা।
হয়তোবা আজ এইটাই শেষ।
বলছি তাই আজ,
দুয়ার আমার থাকবে খোলা,
অপেক্ষাতেই থাকব আমি, চিরদিনই
তোরই সাড়ার।
হবে না কখনোই লিখা।
হয়তোবা আজ এইটাই শেষ।
বলছি তাই আজ,
দুয়ার আমার থাকবে খোলা,
অপেক্ষাতেই থাকব আমি, চিরদিনই
তোরই সাড়ার।
No comments:
Post a Comment