Sunday, November 30, 2008

দিন

দুচোখ বুজে রেখে তোকে কল্পনা
তোকে বলব বলে, নকশীকথা বোনা
এভাবেই ব্যস-তায় কেটে যায় আমার দিন ॥

কখনও অলস কোণ দুপুর বেলা
জলে আঙ্গুলে জলছবির খেলা
তোর ঠোটের কোণের মৃদু কাঁপন
দেখে হৃদয়ে প্রবল আলোড়নেরই দিন ॥

হঠাৎই তোর বাঁকা চাউনি
মরীচিকার মতো দেয় হাতছানি
সাহস নিয়ে চোখে রাখা চোখ
কি ভাবছিস যে তুই
কি ভাববে যে লোক, ভাবার দিন ॥