আমার জগৎ জুড়ে আলোর রেখা,
ইচ্ছে মতোন বাঁচতে শেখা...
নেই লুকোন মনের ভেতর গোপন কোন পাপ...
তুই ইচ্ছে-খুশি নামেই ডাকিস,
দঃখ দিতেই ব্যাস- থাকিস,
গায়ে মাখি না, ভালবেসে, দিস যে অভিশাপ।
আমার ছোট্ট ছোট্ট স্বপ্ন দেখা, স্বপ্ন নিয়েই বাঁচতে শেখা...
উড়িয়ে দিতে সবই হেসে, জুড়ি যে নাই মোর।
আমায় তবু পাস না তো ভয়,
করতে চাস এ হৃদয় বিজয়...
ঠোটের কোনের আলতো হাসির অস্ত্র দিয়ে তোর।
তোকে ইচ্ছে মতো জ্বালাই আমি,
মাঝে মাঝে একটু থামি...
যখন তোর ঐ চোখের কোনাটা মেঘলা দেখা যায়।
তোকে দঃখ দিতে দুঃখ লাগে,
হাসতে দেখার ইচ্ছে জাগে,
তাই নির্দ্বিধায়ই নেই মেনে তোর অনুযোগের দায়।
আমার আকাশ জুড়ে মেঘের ভেলা,
হাজার রূপে করছে খেলা।
রঙের খোজেই আমি; আরো রঙ্গিন হতে চাই।
তুই সঙ্গী হয়ে পাশেই থাকিস,
হাজার প্রশ্নে ব্যাস্ত রাখিস...
বন্ধু বলেই জবাব দিতে ক্লান্তি আমার নাই।