Wednesday, September 28, 2016

লুকোচুরি প্রেম ৫

ঘুরতে আমার দারুণ লাগে,
তোমার সাথে, রিকশাতে।
হচ্ছে দেরি? হলই না হয়,
ঘুরব দুজন একসাথে।

লুকোচুরি প্রেম ৪

মুঠোফোনে সারাক্ষণই
তোমার সাথে কথা।
যতোই সবাই বিরক্ত হোক,
করুক মাথা ব্যথা।

কেউ জানে না ঐ পারে কে,
সুযোগটা-ই এটা।
গোপনই থাক সেই সে মানুষ,
গোপন প্রেমিক যেটা...

-(৪ঠা চৈত্র, ১৪২১)

লুকোচুরি প্রেম ৩

তির্যক আলোর রোদ্দুরে,
সুখ পোকারা যায় উড়ে।
দেখতে থাকা আপন মুখ,
ঠিকরে বেরোয় সকল সুখ...

সন্ধ্যে বেলায় আলোর ছাপ,
জোনাক হাটের খুলবে ঝাপ।
দুখ হয়ে যায়, সুখের ক্ষণ,
তোমায় দেখার পরক্ষণ...

-(৩রা চৈত্র ১৪২১)

লুকোচুরি প্রেম - ২

সকল কাজে, সারাক্ষণই তোমায়ই পাশে চাই...
লোক সমুখে হলাম না হয় আমার ছোট ভাই।  ;-)

আমি ছোট, তুমি বড়, লাভই আছে তাতে...
এই উসিলাই দিলে না হয় সন্দেহ কাটাতে :-P

-(১লা চৈত্র, ১৪২১)

লুকোচুরি প্রেম - ১

এমন যদি হত,
প্রতিদিনই পেতাম তোমায়-
ছুটির দিনের মত...

অভাব বড়ই সময় পাওয়া,
তোমায়, আমার পাশেই চাওয়া,
বাড়তে থাকে, মনের ভেতর,
আকাঙ্ক্ষার এক ক্ষত...

কি আর করা যাবে...
ছুটির দিনেও সাক্ষাত হয়,
অফিস করার ভাব-এ...

-(১৪ই মার্চ, ২০১৫)

Sunday, January 17, 2016

হুট করে খুন হয়ে যেতে পারি

হুট করে খুন হয়ে যেতে পারি...
মাঝ রাতে অথবা ভর বিষণ্ণ দুপুরে।
বাড়ির পাশের গলিতে, অথবা দুরের...

হুট করে খুন হয়ে যেতে পারি....
হয়তো বা খুব শীঘ্রই অথবা অনেক দেরিতে।
কোন উত্তাল সময়ে অথবা শান্তিতেই...

ভবিষ্যৎ

প্রতিদিন অনিশ্চিতে পথ চলা,
প্রতিদিন জীবন নামের প্রহসন।
প্রতিদিন আশংকাতে পা ফেলা,
প্রতিদিন ত্রাসে হয় একবার মরণ।
এভাবেই জ্বলবে নিয়ন ঠিক রঙিন,
জীবনের থেমে যাওয়া অসম্ভব।
এভাবেই হঠাৎ কোন একটা দিন,
গলিতে থাকবে পরে আমার শব।

- (১৯শে কার্তিক, ১৪২২)

লুকোচুরি প্রেম - ৫

আমার মনের গোপন প্রেমের কথা,
একটু একটু করেই যায় যে বেড়ে।
বাড়তে থাকে বুকের এ শুন্যতা,
অল্প সময়ও থাকলে তোমায় ছেড়ে।