হুট করে খুন হয়ে যেতে পারি...
মাঝ রাতে অথবা ভর বিষণ্ণ দুপুরে।
বাড়ির পাশের গলিতে, অথবা দুরের...
হুট করে খুন হয়ে যেতে পারি....
হয়তো বা খুব শীঘ্রই অথবা অনেক দেরিতে।
কোন উত্তাল সময়ে অথবা শান্তিতেই...
হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ অবাক হবে, কেউ কষ্ট পাবে,
কেউ বলবে,
একদম ঠিক হল না, কিন্তু.....
হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ কেউ কষ্ট পাবে অথবা অবাক হবে।
কেউ হয়তো বুঝবেই না অথবা আপদ বিদায়ে স্বস্তি...
হুট করে খুন হয়ে যেতে পারি...
- (১৭ই কার্তিক, ১৪২২)
মাঝ রাতে অথবা ভর বিষণ্ণ দুপুরে।
বাড়ির পাশের গলিতে, অথবা দুরের...
হুট করে খুন হয়ে যেতে পারি....
হয়তো বা খুব শীঘ্রই অথবা অনেক দেরিতে।
কোন উত্তাল সময়ে অথবা শান্তিতেই...
হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ অবাক হবে, কেউ কষ্ট পাবে,
কেউ বলবে,
একদম ঠিক হল না, কিন্তু.....
হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ কেউ কষ্ট পাবে অথবা অবাক হবে।
কেউ হয়তো বুঝবেই না অথবা আপদ বিদায়ে স্বস্তি...
হুট করে খুন হয়ে যেতে পারি...
- (১৭ই কার্তিক, ১৪২২)
No comments:
Post a Comment