তির্যক আলোর রোদ্দুরে,
সুখ পোকারা যায় উড়ে।
দেখতে থাকা আপন মুখ,
ঠিকরে বেরোয় সকল সুখ...
সন্ধ্যে বেলায় আলোর ছাপ,
জোনাক হাটের খুলবে ঝাপ।
দুখ হয়ে যায়, সুখের ক্ষণ,
তোমায় দেখার পরক্ষণ...
-(৩রা চৈত্র ১৪২১)
সুখ পোকারা যায় উড়ে।
দেখতে থাকা আপন মুখ,
ঠিকরে বেরোয় সকল সুখ...
সন্ধ্যে বেলায় আলোর ছাপ,
জোনাক হাটের খুলবে ঝাপ।
দুখ হয়ে যায়, সুখের ক্ষণ,
তোমায় দেখার পরক্ষণ...
-(৩রা চৈত্র ১৪২১)
No comments:
Post a Comment