Sunday, January 17, 2016

ভবিষ্যৎ

প্রতিদিন অনিশ্চিতে পথ চলা,
প্রতিদিন জীবন নামের প্রহসন।
প্রতিদিন আশংকাতে পা ফেলা,
প্রতিদিন ত্রাসে হয় একবার মরণ।
এভাবেই জ্বলবে নিয়ন ঠিক রঙিন,
জীবনের থেমে যাওয়া অসম্ভব।
এভাবেই হঠাৎ কোন একটা দিন,
গলিতে থাকবে পরে আমার শব।

- (১৯শে কার্তিক, ১৪২২)

No comments:

Post a Comment