Wednesday, September 28, 2016

লুকোচুরি প্রেম ৫

ঘুরতে আমার দারুণ লাগে,
তোমার সাথে, রিকশাতে।
হচ্ছে দেরি? হলই না হয়,
ঘুরব দুজন একসাথে।



বলব বাসায়, লেট হবে আজ,
অফিসে আজ কাজ ম্যালা।
বের হই যদিও ঠিক সময়েই,
লুকোচুরির প্রেম খেলা...

তুমি এগোও মাঝরাস্তা,
আমিও এগোই আধা...
মাঝখানের এই সময়টা হয়,
প্রেমের সুতোয় বাধা...

রিকশা-চড়ে পাশাপাশি,
একটু ছোঁয়ার আশা...
কেউ জানেনা, এটাই আমার
গোপন প্রেমের ভাষা...

-(২১শে এপ্রিল, ২০১৫)

No comments:

Post a Comment