Sunday, January 17, 2016

লুকোচুরি প্রেম - ৫

আমার মনের গোপন প্রেমের কথা,
একটু একটু করেই যায় যে বেড়ে।
বাড়তে থাকে বুকের এ শুন্যতা,
অল্প সময়ও থাকলে তোমায় ছেড়ে।


যদিও জানি, উচিৎ নয় এ মোটেও,
আছে আমার  নিজের সব কিছু।
তোমার সাথে একটু সময় পাওয়া...
কেন, ছুটে চলি এমন চাওয়ার পিছু।

সকল কাজে, সারাক্ষনই,
তোমায় পাশে চাই,
চলো না, সব ছেড়েছুড়ে
দুরের দেশে যাই...

No comments:

Post a Comment