ভাবছি শুধুই।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।
ইচ্ছে মত ভাবতে গেলে,
দায় রয়ে যায়।
অনধিকার চর্চা হবার
ভয় রয়ে যায়।
বেয়াড়া সব ভাবনা গুলো
সীমানা পেরোয়
হতচ্ছাড়া, লাগাম ছাড়াই
লাফায়, জিরোয়।
কোন কিছু ভাবতে গেলে
ভাবনা ঘুড়ির সুতো ছাড়ে।
হঠাৎ করে গোত্তা খেয়ে
মনে ভেতর কষ্ট বাড়ে।
এখন থেকে ঠিক করেছি,
ভাববো না আর।
ভাবার আগে ঠিক করব,
কি ভাবা যায়।
কোনটা সঠিক, কোনটা বেঠিক।
কোন ভাবনার লাগাম আছে,
ইচ্ছে মত যায় থামানো।
এখন যে তাই,
ভাবছি শুধুই।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।
ইচ্ছে মত ভাবতে গেলে,
দায় রয়ে যায়।
অনধিকার চর্চা হবার
ভয় রয়ে যায়।
বেয়াড়া সব ভাবনা গুলো
সীমানা পেরোয়
হতচ্ছাড়া, লাগাম ছাড়াই
লাফায়, জিরোয়।
কোন কিছু ভাবতে গেলে
ভাবনা ঘুড়ির সুতো ছাড়ে।
হঠাৎ করে গোত্তা খেয়ে
মনে ভেতর কষ্ট বাড়ে।
এখন থেকে ঠিক করেছি,
ভাববো না আর।
ভাবার আগে ঠিক করব,
কি ভাবা যায়।
কোনটা সঠিক, কোনটা বেঠিক।
কোন ভাবনার লাগাম আছে,
ইচ্ছে মত যায় থামানো।
এখন যে তাই,
ভাবছি শুধুই।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।
No comments:
Post a Comment