মাঝে মাঝে আজব সব প্রশ্ন করিস,
ভুলেই যাস, উত্তর তোর পছন্দ নয়।
মাঝে মাঝে আমায় খুবই অবাক করিস,
ভুলেই যাস, অপছন্দ এই বিষ্ময়।
মুগ্ধ হয়ে দেখতে থাকি মাঝে মাঝেই।
আমিও ভুলি, মুগ্ধতা তোর পছন্দ না।
যেটুকু পারি চেপে রাখি মনের ভাজেই,
মঝে মাঝে, উপচে পরে সেই ভাবনা।
ভুলেই যাস, উত্তর তোর পছন্দ নয়।
মাঝে মাঝে আমায় খুবই অবাক করিস,
ভুলেই যাস, অপছন্দ এই বিষ্ময়।
মুগ্ধ হয়ে দেখতে থাকি মাঝে মাঝেই।
আমিও ভুলি, মুগ্ধতা তোর পছন্দ না।
যেটুকু পারি চেপে রাখি মনের ভাজেই,
মঝে মাঝে, উপচে পরে সেই ভাবনা।
No comments:
Post a Comment