Sunday, June 01, 2014

এই মুহূর্তে...

মাঝে মাঝে মনে হয়,
সময় থেমে যাক।
এই মুহূর্তটাই আটকে থাকুক
অনন্তকাল।
পাশাপাশি।

থেমে যাক, সব জীবনের কোলাহল,
থেমে যাক, মৃত্যুর পদচারণা।
থেমে যাক,
রোগ, শোক, জরা, ক্ষয়।
থেমে যাক, গতি।
হাওয়ার খেলা, সাগরের ঢেউ।

থেমে যাক, গ্রহ নক্ষত্রের আবর্তন।
থেমে যাক, আকর্ষণ, আর দুরে সরে যাওয়া।
থেমে যাক,
অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু।
থেমে যাক, বিশ্বসংসার
তার সকল কিছু নিয়ে।

মাঝে মাঝে মনে হয়,
সময় থেমে যাক।
এইখানেই আটকে থাকি
আমরা দুইজন।

এভাবেই দেখতে থাকি,
অবাক বিস্ময়ে, লাজুক হাসি।
অনন্তকাল ধরে।
পাশাপাশি।

No comments:

Post a Comment