এভাবেই চলতে থাকুক পথচলা,
এভাবেই চলুক কথার ফুলঝুরি।
এভাবেই জোছনা নামুক, রাত জুড়ে,
এভাবেই বৃষ্টি নামুক অঝোরে।
এভাবেই ঘুরতে থাকুক তিন চাকা,
এভাবেই হাটতে থাকা, পথ ফাঁকা।
এভাবেই লিখে চলা ভাবনাটা,
এভাবেই গাইতে থাকা, আনমনে।
এভাবেই ভালোবাসার রূপ দেখা।
এভাবেই ডুবে যাওয়া তোর সনে।
এভাবেই চলুক কথার ফুলঝুরি।
এভাবেই জোছনা নামুক, রাত জুড়ে,
এভাবেই বৃষ্টি নামুক অঝোরে।
এভাবেই ঘুরতে থাকুক তিন চাকা,
এভাবেই হাটতে থাকা, পথ ফাঁকা।
এভাবেই লিখে চলা ভাবনাটা,
এভাবেই গাইতে থাকা, আনমনে।
এভাবেই ভালোবাসার রূপ দেখা।
এভাবেই ডুবে যাওয়া তোর সনে।
No comments:
Post a Comment