হঠাৎ করেই পরিবর্তন এলো।
তবে,
আভাস যে ছিলনা তা নয়।
প্রত্যাশাও ছিল।
তবে, সময়কালটা সব সময়ই,
অপ্রত্যাশিত।
পার্থিব সুখেরা যখন বিদায় নেয়,
অপার্থিব জগতে ডুবে যেতে খুব বেশি কষ্ট হয় না।
অপার্থিব কাউকেই কখনও বিমুখ করে না।
বিমুখ করতে পারে, পার্থিব সুখেরা।
ছায়ার পেছনে ছুটে ফেরা মানুষের
দুই জগতের মাঝে আনাগোনাতে কোন বাধা নেই।
বিদায় যদি নিতে চাও, একান্তই
তবে তা ই হোক।
বিদায় হে পার্থিব সুখেরা।
No comments:
Post a Comment