Monday, August 19, 2013

ছোট্ট বাবুদের সোশাল নেটওয়ার্ক ফটোশপ মাপজোকের সহজ পাঠ

ছোট্ট বাবুরা,

তোমরা সবাই কেমন আছ? ফেসবুক আর ব্লগ নিয়ে তোমাদের নিশ্চয়ই খুব ব্যস্ত দিন কাটছে। আজকে তাই তোমদের জন্য এই ফেসবুক জাতীয় সোশাল নেটওয়ার্কিং সাইটের একটা সহজ পাঠ নিয়ে এসেছি।

আমরা প্রায় সবাই কোন না কোন সোশাল নেটওয়ার্ক ব্যাবহার করি। সবচে কমনটা হল ফেসবুক, কিন্তু যারা একটু ব্যতিক্রম থাকতে চায় তারা গুগোল প্লাস, নয়তো টুইটার ইউজ করে। যাদের ব্যান্ডউইথ বেশি, তারা ইউটিউব ইউজ করে আর যারা বুড়ো হবে গেছে, চাকরি-বাকরি ছাড়া কিচ্ছুটি বুঝে না তারা ইউজ করে লিংকড-ইন।

সব সোশাল নেটওয়ার্ক সাইটেই প্রোফাইল বলে একটা জিনিস থাকে, আর প্রায় সবাই চেষ্টা করে তদের প্রোফাইল সুন্দর করে সাজাতে। এতে তারা বিভিন্ন ছবি দিয়া সাজায়। আর ছবি এডিট করে কোন না কোন টুল দিয়ে, যেমন ফটোশপ।

কিন্তু আমরা প্রায়ই কোন ছবি চরম এডিটিং করার পর সেট করে দেখি, বেশিরভাগ অংশই ঢেকে গেছে, রিসাইজ করলে দেখি, ছবিটা আগের মত আর সুন্দর নাই। কিন্তু যদি আমরা সবাই মাপ-জোক গুলো জানি, তাহলে সেই মাপে ছবি এডিট করতে খুব সুবিধে হয়।

আজকে তাই বিখ্যাত সব সোশাল নেটওয়ার্কের প্রোফাইলের মাপজোকের একটা ইনফো-গ্রাফ দিচ্ছি।

এই মাপজোকের ইনফোগ্রফটি তৈরি করেছে Ashleighlay, আর এটা আমি পেয়েছি, তার "Social Media Spec Guide" পোস্ট থেকে।

Social Media Spec Guide
by ashleighlay.
Explore more infographics like this one on the web's largest information design community - Visually.