Skip to main content

Posts

Showing posts from August, 2013

ছোট্ট বাবুদের ফটোগ্রাফির সহজ পাঠ - ৩

কি খবর বাবুরা? কেমন চলছে ফটোগ্রাফি প্রাকটিস? ফটোগ্রাফির সহজ পাঠের প্রথম পর্বে আমি কিছু বেসিক টার্ম বলেছিলাম। ১. সেনস্টিভিটি বা সেন্সরের ক্ষমতা (আই, এস, ও,) ২. শাটার স্পিড / এক্সপোজার ৩. ফোকাস ৪. শাটার সাইজ / এপার্চার ফটোগ্রাফির সহজ পাঠের দ্বিতীয় পর্বে আমি ১,২ ও ৩ নিয়ে বলেছিলাম। বাকি থাকল, এপার্চার। এপার্চার হল, শাটারের গায়ের ছিদ্রের মাপ, যেটা দিয়ে আলো ঢুকে। এটা মাপা হয় উল্টো নিয়মে। এখানে যত বড় নাম্বার ততো ছোট ছিদ্র। শাটার তৈরি হয় ডায়াফ্রাম দিয়ে। আরও ভালো করতে বলতে গেলে আইরিশ টাইপের ডায়াফ্রাম দিয়ে। যা হল ছোট ছোট প্যাঁচানো প্লেটের জোড়া।

ছোট্ট বাবুদের ফটোগ্রাফির সহজ পাঠ - ২

বাবুরা কেমন আছ? গত পোস্টের কথা মনে আছে? ফটোগ্রাফির বেসিক টার্ম গুলা বলেছিলাম। আজ এগুলো দিবে কি হয়, কি করে তা বলব।  কিন্তু, ছোট্ট বাবুদের মনে রাখার সমস্যার কথা আমি জানি। তাই, নতুন একটা ট্যাব খুলে তাতে পুরানা পোস্ট টা ওপেন করে তবেই এই পোস্ট পড়া শুরু কর। প্রথমে আসি আই,এস,ও,-তে।

ছোট্ট বাবুদের ফটোগ্রাফির সহজ পাঠ - ১

ছোট্ট বাবুরা, কেমন আছ সবাই? গত পোস্টে কিছু মাপজোক দিয়েছিলাম যেন তোমরা সোশাল মিডিয়াতে মাপ-মতো ছবি এডিট করতে পার। কিন্তু যদি ছবিই না থাকে তাহলে ছবি এডিট করবে কিভাবে? এবার তাই ছবি তোলা নিয়ে কিছু শিখাব। প্রথমে বলি ছবি কিভাবে তোলা হয়... একটা সময় ছিল যখন ছবি তুলতে ফিল্ম ক্যামেরা লাগত। সেই ফিল্মের উপর বিশেষ কিছু কেমিকেলের আস্তর দেয়া থাকত। আলো হচ্ছে ছোট-ছোট কণার সমষ্টি। এই কণাগুলোকে ফোটন বলে। যখন ফোটন এসে এই কেমিকেলের উপর পরত, তখন তা বিক্রিটা করে রং বদলে ফেলত। আর ছবি তৈরি হত। এখন ডিজিটাল ক্যামেরার যুগ। কিন্ত ছবি তোলার মেকলানিজমটা প্রায় একই আছে। শুধু, কেমিকেলের আস্তর দেয়া ফিল্মের জায়গা দখল করেছে সেন্সর।

ছোট্ট বাবুদের সোশাল নেটওয়ার্ক ফটোশপ মাপজোকের সহজ পাঠ

ছোট্ট বাবুরা, তোমরা সবাই কেমন আছ? ফেসবুক আর ব্লগ নিয়ে তোমাদের নিশ্চয়ই খুব ব্যস্ত দিন কাটছে। আজকে তাই তোমদের জন্য এই ফেসবুক জাতীয় সোশাল নেটওয়ার্কিং সাইটের একটা সহজ পাঠ নিয়ে এসেছি। আমরা প্রায় সবাই কোন না কোন সোশাল নেটওয়ার্ক ব্যাবহার করি। সবচে কমনটা হল ফেসবুক, কিন্তু যারা একটু ব্যতিক্রম থাকতে চায় তারা গুগোল প্লাস, নয়তো টুইটার ইউজ করে। যাদের ব্যান্ডউইথ বেশি, তারা ইউটিউব ইউজ করে আর যারা বুড়ো হবে গেছে, চাকরি-বাকরি ছাড়া কিচ্ছুটি বুঝে না তারা ইউজ করে লিংকড-ইন। সব সোশাল নেটওয়ার্ক সাইটেই প্রোফাইল বলে একটা জিনিস থাকে, আর প্রায় সবাই চেষ্টা করে তদের প্রোফাইল সুন্দর করে সাজাতে। এতে তারা বিভিন্ন ছবি দিয়া সাজায়। আর ছবি এডিট করে কোন না কোন টুল দিয়ে, যেমন ফটোশপ। কিন্তু আমরা প্রায়ই কোন ছবি চরম এডিটিং করার পর সেট করে দেখি, বেশিরভাগ অংশই ঢেকে গেছে, রিসাইজ করলে দেখি, ছবিটা আগের মত আর সুন্দর নাই। কিন্তু যদি আমরা সবাই মাপ-জোক গুলো জানি, তাহলে সেই মাপে ছবি এডিট করতে খুব সুবিধে হয়। আজকে তাই বিখ্যাত সব সোশাল নেটওয়ার্কের প্রোফাইলের মাপজোকের একটা ইনফো-গ্রাফ দিচ্ছি। এই মাপজোকের ইনফোগ...