Saturday, September 21, 2013

রামুর স্মৃতি




পোড়া ঘরগুলো দাড়িয়ে গেছে আবার,
শুকায়-নি ক্ষত পুড়িয়ে দেয়া মনের...
এটাই কি তবে শেষ নাকি সবে শুরু,
এই প্রশ্নটা ঘরপোড়া লোক-জনের।

প্রতিবাদে সব ফেটে পড়েছিল ঠিকই,
প্রতিবাদেই তারা আত্মতৃপ্তি পায়
প্রতিবাদ শেষে ভুলেছেও সব দ্রুত,
প্রতিবাদ শুধু নিষ্ফলা রয়ে যায়।

পুড়েছে রামু, পুড়েছে কিছু পুথি,
ভেঙ্গেছে প্রাচীন নিদর্শনও কিছু।
নিশ্চিন্তে ভুলে গেছি সেই সব কথা,
দানবটা যদিও এখনও ছাড়েনি পিছু।