Monday, July 13, 2009

আমি এবং আমার আমি...

আমার দৃষ্টি নাকি বড়ই তীক্ষ্ন সন্দেহের অতীত,
এই দৃষ্টি দিয়েই খুড়ে ফেলি মনের গোপন ভীত।
আমার কি দোষ বলো বন্ধু, কি যে আমার পাপ ?
তোমার ছোট ছোট আচরনে অতীতেরই ছাপ।।



তবু আমায় নিয়ে খেলতে যদি ইচ্ছে তোমার হয়,
তবে জেনে রেখো, নাই যে আমার হেরে যাবার ভয়।।

আমি আমায় নিয়ে জুয়া ধরি,
কিছু জিতি, কিছু হারি,
গবেষনা চালাই হাজার -
নিজেরই উপর,

আমার জগৎ আমি ভাঙ্গি গড়ি,
ভেঙ্গে-চুড়ে নুতন করি,
আমার স্বেচ্ছাচারের পৃথিবীতে -
আমিই যে ঈশ্বর!!!


July 22, 2008.

1 comment:

  1. আমার জগৎ আমি ভাঙ্গি গড়ি,
    ভেঙ্গে-চুড়ে নুতন করি,
    আমার স্বেচ্ছাচারের পৃথিবীতে -
    আমিই যে ঈশ্বর!!!

    ReplyDelete