Saturday, May 27, 2017

অর্বাচীন ভাবনারা - ১

মানুষগুলো হারিয়ে যায় অনেক দ্রুত।
আমার যেমন লিখতে বসার হয় না সময়।
আড্ডাবাজি? অনেক দুরে...
মাস-কাবারের হিসেব কষেই সময় কাটে...



লিখতে হলে ভাবনা লাগে,
ভাবনারা সব খামখেয়ালি, খুব অস্থির।
এখনকার এই সময় যেমন, ঠিক তেমনি।
সারাক্ষণই বদলাতে চায়...
পরিবর্তন প্রসার ভেবে,
সবাই ঠিকই মানিয়ে যায়।

মানুষগুলো হারিয়ে যায় অনেক দ্রুত।
সাথে হারায় ভাবনা গুলো...
মাথার ভেতর জমতে থাকে শূন্যতারা।
শূন্যস্থান পূরণ করে অনুকরণ,
বোধ-দর্শন ছাড়াই শুধু চলতে থাকা...

মানুষগুলো হারিয়ে যায় অনেক দ্রুত।
সাথে হারায় ভাবনা গুলো, বোধ, দর্শন...
একই সাথে হারিয়ে যায় সংস্কৃতি,
স্বাতন্ত্র্য-বোধ, পরিচিতি...

সব হারিয়ে পরে থাকি,
শুধুই যে এক, শূন্য জাতি...

- ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৪

No comments:

Post a Comment