মাঝে মাঝে, জেগে উঠতে ইচ্ছে করে। ইচ্ছে করে, গা ঝাড়া দেই, হাটতে থাকি।... ছকে বাধা বেচে থাকা কাটিয়ে উঠি। কাটিয়ে উঠি, আনমনা ভাব, হারিয়ে থাকা... ভুলে থাকার চেষ্টাটাকে ভুলে গিয়ে, ভালো থাকার প্রচেষ্টাটাও বন্ধ রেখে, আঁকড়ে ধরি ভালো লাগার অনুভূতি, আর একটি বার। মাঝে মাঝে, ইচ্ছে গুলো উপচে পরে। উপচে পরা ভাবনারা হয় বিস্ফোরিত... ভর করে এক অস্থিরতা, সকল কাজে। অস্বস্তিকর অনুভূতির সময়টুকু এগোয় খুবই ধীর গতিতে। পাঁচ মিনিটের বিরতিতে, চায়ের জন্য কোনার দোকান, নেই এখন আর আগের স্থানে। পরিচিত মুখের এখন, হয় না দেখা। সময় লাগে, সামলে ওঠায়, আমার আমায় সময় নিয়ে, দিতে থাকি, শুধুই প্রবোধ। সময় এখন বদলে গেছে। বদলে গেছে জীবনপথের পটভূমি। আগের মত একলা, একা, নেই যে আমি। জীবন মানে এখন শুধুই এগিয়ে চলা, মাঝে মাঝে, আকাশছোঁয়া স্বপ্ন দেখা, একটু পরে, স্বপ্ন ভাঙ্গা। তিন নম্বর কৃষ্ণচূড়ায় এখন যে আর ফোটে না ফুল, তেমন করে, আগুন রাঙ্গা। - (১৫ই বৈশাখ, ১৪২২)
It's a journal of the things (with a twisted point of view) as I watch and find amusing.