Friday, August 14, 2009

ভিতরের কেউ

I don’t know, but I guess this would be the last song I ever wrote and this could be the last song I’ll ever play.

----------------------------------------------------------------------------------------------------

ভিতরের কেউ

Intro
(Em---Em G-Am C-G-C)

যখন খুজছ কিছু একটা...
যার কোথাও দেখা নেই।
আর খুজে পাবার আশায়
পায়ে পায়ে পেছাচ্ছ যেই...


 

তুমি ছু’তে যে চাও, নিজেকে শপে দিতে চাও...
সামনে আছে যা, তা ঘিরেই দুর্ভাবনা...
খুজছ উষ্ণতা এখন কারন, তোমার শীতল শীহরন।




Chorus
(G Em-C Am-G C Am C---Am-C---G Em Am Em C)

এটাই দেখছ প্রথম, যেই খুলছ চোখ হায়,
বলছ শেষ কথা যেন চাইছ বিদায়...
তবু গুমরে কাঁদে কেউ তোমার ভেতর,
(আর) এগিয়ে নিয়ে যায়

(কারন) যদি না পেতে আমায়
আমিই খুজে নিতাম তোমায়।
আমিই খুজে নিতাম

Verse 2
(Em---Em-G-Em-G-Am-C-Am-C--G-C)

বহুদিন ধরে বৃত্তপাকে ঘুরছ
আশঙ্কার চারদিক...
কিন্তু এখন এসেছে সময় তোমার
দৃঢ়তার ঠিক।

তুমি ছু’তে যে চাও, নিজেকে শপে দিতে চাও...
সামনে আছে যা, তা ঘিরেই দুর্ভাবনা...
খুজছ উষ্ণতা এখন কারন, তোমার শীতল শীহরন।





Chorus
(G Em-C Am-G C Am C---Am-C---G Em Am Em C)


এটাই দেখছ প্রথম, যেই খুলছ চোখ হায়,
বলছ শেষ কথা যেন চাইছ বিদায়...
তবু গুমরে কাঁদে কেউ তোমার ভেতর,
(আর) এগিয়ে নিয়ে যায়

(কারন) যদি না পেতে আমায়
আমিই খুজে নিতাম তোমায়।
আমিই খুজে নিতাম

Bridge
(Em G-C Am)

যা ঘিরে ছিলো, জীবন তোমার,
এটাই প্রথম ভালবাসার স্বাদ...

Chorus
(G Em-C Am-G C Am C---Am-C---G Em Am Em C)


এটাই দেখছ প্রথম, যেই খুলছ চোখ হায়,
বলছ শেষ কথা যেন চাইছ বিদায়...
তবু গুমরে কাঁদে কেউ তোমার ভেতর,
(আর) এগিয়ে নিয়ে যায়

(কারন) যদি না পেতে আমায়
আমিই খুজে নিতাম তোমায়।
আমিই খুজে নিতাম


------------------------------------------------------------------------------------------------------------

From the Shadow of Lucas Reynolds “Something Inside” by Jonathan Rhys Meyers