Monday, July 13, 2009

কথা...

আমার গোপন কিছু কথা জমাট, বুকেরই ভিতর,
তোকে বলব, তুই শুনিস, দু’চোখ বন্ধ করে তোর।
তবু অশ্রু যদি আসে চোখে, আমায় দেখাস না,
তোর চোখে পানি দেখলে আমার বলা হবে না।

আমি এবং আমার আমি...

আমার দৃষ্টি নাকি বড়ই তীক্ষ্ন সন্দেহের অতীত,
এই দৃষ্টি দিয়েই খুড়ে ফেলি মনের গোপন ভীত।
আমার কি দোষ বলো বন্ধু, কি যে আমার পাপ ?
তোমার ছোট ছোট আচরনে অতীতেরই ছাপ।।