Skip to main content

Posts

Showing posts from May, 2015

জীবন এখন যেমন

কৃষ্ণচূড়ায় আগের মত রঙ লাগে না, রঙ মাখে তাই শেওলা ভরা সবুজ পানি। তোমার মনে আগের মত দোল জাগে না, দোলার স্থানে জমছে ঘৃণা, সেটাও জানি। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার পথের এড়িয়ে চলা কুড়িয়ে যাই। কুড়িয়ে যাই, তোমার যত অবহেলা। এখন তো আর যায় না দেখা সেই হাসিটা। যেই হাসিতে রঙ্গিন হত, জীবন চলা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। আমার জীবন এমন হবে, জানাই ছিল। হয়নি জানা, তোমার জীবন কেমন যাবে। মনটা আমার আটকে আছে একই স্থানেই। জীবন যদিও যায় এগিয়ে নিজ স্বভাবে। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। তোমার তবু আশ্রয় আছে, ফিরে যাবার। ভুল হলে, ভুল ভুলে গিয়ে, সহায় নেবার। আমার আছে শুধুই যে এক মঞ্চ কেবল। ফেরা মানে অভিনয়ে পাল্টানো ভোল। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে। জোর করে সেই ছন্দ ভাঙ্গি। লুকিয়ে থাকা অভিনয়ে কষ্ট বাড়ে। কল্পনারা লাগাম ছিঁড়েই উড়তে পারে। মনের ভেতর কষ্ট চেপে, হাসতে থাকা, বুকের ভেতর কান্না জমাট আটকে রাখা। শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপ...