প্রায় সব আড্ডায়-ই দু ’ -এক জন থাকে যারা সারাক্ষন পচতে থাকে । কোন কারন ছাড়াই গ্রুপের বেশিরভাগ সদস্য এই মানুষগুলোকে পচাতে পছন্দ করে । ফলে এই মানুষগুলো আরো বেশি পচতে থাকে । এমনকি, যখন তারা আড্ডায় থাকে না, তখনও থাদের ব্যাপারে অনেক কথা চলতে থাকে । বলা যায়, আড্ডার সাবজেক্ট হিসেবেও তারা খুব ভাল । তাদের খুটিনাটি দোষ ধরা, তাদের বদ-অভ্যাসগুলো, বিভিন্ন খুতসমুহ, এইসব নিয়ে গবেষনায় অনেকটা সময় পার হয়ে যায় । বিভিন্ন খুত ধরতে এক্সপার্ট যারা, তারা হয় মুল আক্রমনাত্বক খেলোয়াড়, বাকিরা সাপোর্টার । মজা হল, গ্রুপের সবচে ’ গো-বেচারা ছেলে বা মেয়েটাও তাদের নিয়ে কটাক্ষ করতে ছাড়ে না। আমার ইউনিভার্সিটির ড্রামা ক্লাবেও এমন ক ’ জন আছে । আমি, আমরা তাদের পচাতে সারাক্ষন ব্যাস্ত থাকি । কেউ কেউ তাদের উপর খেপে থাকে, তাই পচায় । যদি এই মেম্বাররা থাকে তো ভাল কথা, না থাকলেও, কথা বলতে কেউ ছাড়ে না । আর খেপে থাকার কারনেই বেচারাদের দোষগুলো খুজে বের করা অনেক সহজ হয়। কিন্তু, আমি একটা মজার ব্যাপার খেয়াল করেছি । সেটা হল, যদিও পচানো হয়, আমাদের আড্ডার একটা বড় অংশ জুড়ে এই মানুষগুলো...