Thursday, November 23, 2017

বন মানুষের পণ

জমিয়ে রাখা বাচার ফুয়েল,
পুড়তে থাকুক।
লেলুয়া হাওয়ায় ব্যাস্ত নগর,
চলতে থাকুক।

স্থবির পথে বনমনুষের
একলা চলা।
কল্পনাতে সঙ্গী একে
গল্প বলা।