জীবন মানে,
অফিস শেষে, ছুটে ছুটে বাড়ী চলা।
জীবন মানে,
মনের মানুষ, পাশে বসে, কথা বলা।
অথবা,
পাঁচ আঙ্গুল ভরা
সোহাগ দিয়ে মাখানো নলা।
অথবা,
গুন-গুনিয়ে,
ঘুমপাড়ানি গান, মৃদু গলা।
অনেক সময় ধরে অপেক্ষা করে,
এভাবে জীবনের ছোঁয়া পাওয়া।
এভাবেই দিন, কাটে প্রতিদিন,
প্রতিটা মানুষেরই একই চাওয়া।
আমার জীবনটার, পাঁচ মিনিট।
আমার সময়টা, পাঁচ মিনিট।
জীবন মানে,
ভাজ ভাঙ্গা শার্ট, আরেকটু যত্নে কাজল টানা।
জীবন মানে,
দিব্যি মাথার, আর যে সিগারেট খেতে মানা।
অথবা,
পথে থেমে হঠাৎ,
বেলীর মালা মুঠোয় পকেট মাখা।
অথবা,
সেই উপহারেও,
খুশি চেপে নির্লিপ্ত থাকা।
অনেক সময় ধরে অপেক্ষা করে,
এভাবে জীবনের ছোঁয়া পাওয়া।
এভাবেই দিন, কাটে প্রতিদিন,
প্রতিটা মানুষেরই একই চাওয়া।
আমার জীবনটার, পাঁচ মিনিট।
আমার সময়টা, পাঁচ মিনিট।
ছোট ছোট,
মুহুর্ত হলেও, জীবন জুড়ে আশা, ফিরে পাবার।
কুড়িয়ে পেতে,
যতন করে, মুহুর্তগুলো জমিয়ে নেবার...
আমার জীবন ছিল, পাঁচ মিনিট।
মুছে ফেলা সেই, পাঁচ মিনিট।
বেচে থাকার সেই, পাঁচ মিনিট।