কেউ কেউ অতন্দ্র প্রহরী,
কেউ কেউ জেগেই থাকে।
ইচ্ছে হোক, অনিচ্ছায় হোক,
আশায় হোক আর নিরাশায়...
স্বপ্নবাজ মানুষের,
শত কোটি সুস্বপ্নের সম্ভাবনা
ধুলোয় লুটোপুটি খায়...
কেউ কেউ জেগেই থাকে।
স্বপ্ন বিলি করে,
শূন্য ঝোলা নিয়ে বাড়ি ফিরে
আরও একটি ভোরের প্রতীক্ষা...
কেউ কেউ জেগেই থাকে।