Saturday, January 18, 2014

অপেক্ষা অথবা ভালোবাসার গল্প...

মাঝে মাঝেই, একটা ফোন কলের জন্য অপেক্ষা করি
মাঝে মাঝে বলব নাকি সারাক্ষণ...

মথায় হাজার ভাবনারা ঘোরাঘুরি করতেই থাকে সারাক্ষণ
সারা দিনে কাজের পরিমাণও কম নয়
তবুও চোখের কোনের এলাকাটার মতই
আড়ালে থেকেই অস্তিত্ব জানান দেয় সেই অপেক্ষা

মাঝে মাঝেই, একটা ফোন কলের জন্য অপেক্ষা করি
খুব বেশি যে একা কাটাই, সেটিও নয়।
কল আসলে যে খুব বেশি কথা হয় তাও না,
এই সব...
সাধারণ...
দৈনন্দিন...

মাঝে মাঝে, সাথে থাকে নিমন্ত্রণ,
ছুটে যাই।
খুব যে বেশি উল্লাস হয়, সেটিও নয়।
আড্ডা-আলোচনাও হয়,
তবে
খুব বেশি নয়,
মিনিট পনের কি আধ ঘণ্টা...

প্রেমালু ভঙ্গিতে কথা হয় না,
হয় না নেয়া সব রকমের খোজ খবর।
কথা হওয়া, দেখা হওয়ার অপেক্ষায় থেকে
যেটা হয়, সেটা তর্ক অথবা ঝগড়া, অবশ্যম্ভাবী।

সারাক্ষনই, একটা ফোন কলের জন্য অপেক্ষা করি...