আমাদের একমাত্র সঙ্গদাতা
সুর্য্য মামা জাগার আগে উঠব আমি জেগে। হয়নি সকাল ঘুমোও এখন মা বলবেন রেগে।
নিশীথ অভিযানের শেষ পর্যায়।
নিশীথের অভিযান শেষে আমাদের বাড়ি ফেরা। ভোরের ঢাকার অন্য রকম রুপ।
সম্ভবত বাংলাদেশের সবচে সুন্দর শহুরে এলাকা।
এই দোকান থেকে আমি তিন গোয়েন্দা কিনতাম। রাস্তার উল্টা পাশে চলে আসছে। নাম দেখে চিনলাম।
আমার স্কুল এলাকা।
এক কথায় অসাধারন
চিটাগাং নিউমার্কেট
ইহা এই এলাকার প্রথম সুপার-শপ
ঢাকায় নতুন আসলে হয় ডি,এন,এ। আমি এইমাত্র চিটাগাং নামলাম। আমি তাহলে নিশ্চয়ই মেহমান।
ইহা একটি রুম।ইহা বনানীস্থ একটি শিক্ষালয়ের রুম। কিন্তু বহু জল্পনা-কল্পনার পরও ইহা ঠিক কি কাজে ব্যাবহার করা হয় তাহা আবিষ্কার করা আমার পক্ষে সম্ভব হয় নাই। উক্ত রহস্য উদঘাটনে সবার মতামত প্রত্যাশা করিতেছি।
খবর এপিঃ বিবাহ জনিত জটিলতা সহ্য করতে না পেরে, মানসিক ভাবে বিপর্যয়ের শিকার বিশ্বজিত্ কুমার সাহা। তিনি এখন তার বন্ধুদের উপর হটাত্ হটাত্ আক্রমন করছেন আর বলছেন, 'বল, আমার বিয়া দিবি কবে?'। ব্যাপারটি সত্যিই দুঃখজনক।
বড়ই চিন্তায় আছি। আমার বিয়া কবে হবে? কে করবে?