Skip to main content

Posts

Showing posts from February, 2010

প্রজ্ঞা

আমার ঘরের দেয়াল পড়োপড়ো, দরজাগুলো ঘুনে খাওয়া, খুটিটাও নড়োবড়ো। আমার চারিধারে কেউ থাকেনা, জায়গাখানি খারাপ বলে। আমার ঘরের পিছে অতল দিঘী, সেই জলেতে আগুন জ্বলে।

মশার বংশ করিব ধংস...

ভাইসাব! ভাইসাব! এতো মশা, জীবনই কষা! তাই এই মশক কুলের হাত হতে পরিত্রানের লক্ষ্যে আমরা ধুপ অভিযানের ঘোষনা করছি। উক্ত অভিযানে ধুম্র প্রয়োগে এ, আই, ইউ, বি, ক্যাম্পাস ওয়ান মামাগন এবং ধুপ সংযোগে বিশ্বজিত কুমার সহযোগীতা করেছেন।

ধ্যানী

মানুষগুলো খুব অদ্ভুত। খালি কে কি করছে সেই চিন্তা! কেউ যদি বসে থাকে, তোমার সমস্যা কোথায়? ছবি তোলার কি আছে? সবাইকে কি স্রোতের মাঝে গা ভাসাতে হবে? আমার পানি পছন্দ না, এতে তোমার কি এমন ক্ষতি হয়ে গেল? আমি ভাই বসেই থাকব। তোমার মতোন নাই বা হলাম।