আমার ঘরের দেয়াল পড়োপড়ো, দরজাগুলো ঘুনে খাওয়া, খুটিটাও নড়োবড়ো। আমার চারিধারে কেউ থাকেনা, জায়গাখানি খারাপ বলে। আমার ঘরের পিছে অতল দিঘী, সেই জলেতে আগুন জ্বলে।
It's a journal of the things (with a twisted point of view) as I watch and find amusing.