Wednesday, March 04, 2015

একটা সময় ছিল, বৃষ্টি আমি ভালবাসতাম...

কাদা আমার বরাবরই অপছন্দ।
মাটির গন্ধের রোমান্টিসিজম আমার নেই।

কিন্তু,

একটা সময় ছিল,
বৃষ্টি আমি ভালবাসতাম।
পথগুলো সব স্বচ্ছ জলের আয়না হয়ে যেত।
বৃষ্টি মানে ছিল,  সব কিছু ধয়ে মুছে সাফ।
এখন পথে কাদা জমে।

একটা সময় ছিল,
বৃষ্টি আমি ভালবাসতাম।
রিকশা গুলো সব ঘর হয়ে যেত।
দড়ির গায়ে ছিল পর্দার আড়াল।
এখন প্লাস্টিক পায়ের উপর জমে।

একটা সময় ছিল,
বৃষ্টি আমি ভালবাসতাম।
বিষণ্ণ মনও ভালো হয়ে যেত।
প্রতিটি বৃষ্টিতেই মনকে করাতাম জল-স্নান।
এখন মনে শুধু বিষণ্ণতা জমে।

আমি আর এখন বৃষ্টি ভিজি না।

একটা সময় ছিল,
বৃষ্টি আমি ভালবাসতাম...

Friday, February 20, 2015

Lost Lullaby

যদি হঠাৎ রাতে, যায় ভেঙ্গে ঘুম, দেখ, আমি নেই পাশে
যদি আকাশ পানে, চেয়ে অকরণে চোখে, অশ্রু জমে আসে...
জেনো,
পাশেই আমি, হয়ে চোখের পানি,
ঘুমপাড়ানি গান গাই।

ঘুমোও সোনা, ঘুমোও তুমি

যদি, ঘুম না আসে, গভীর রাতে, তুমি দাড়িও জানালায়।
যদি বইলে হাওয়া, আমার কথা মনে পরে যায়...
জেনো,
রাতের হাওয়া হয়েই আমি,
ছুঁয়ে যাই তোমায়...

ঘুমোও সোনা, ঘুমোও তুমি...Thursday, June 26, 2014

ভাবনার ভাবানাগুলো

ভাবছি শুধুই।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।

ইচ্ছে মত ভাবতে গেলে,
দায় রয়ে যায়।
অনধিকার চর্চা হবার
ভয় রয়ে যায়।

বেয়াড়া সব ভাবনা গুলো
সীমানা পেরোয়
হতচ্ছাড়া, লাগাম ছাড়াই
লাফায়, জিরোয়।

কোন কিছু ভাবতে গেলে
ভাবনা ঘুড়ির সুতো ছাড়ে।
হঠাৎ করে গোত্তা খেয়ে
মনে ভেতর কষ্ট বাড়ে।

এখন থেকে ঠিক করেছি,
ভাববো না আর।

ভাবার আগে ঠিক করব,
কি ভাবা যায়।
কোনটা সঠিক, কোনটা বেঠিক।
কোন ভাবনার লাগাম আছে,
ইচ্ছে মত যায় থামানো।
এখন যে তাই,
ভাবছি শুধুই।

ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।

মাঝে মাঝে...

মাঝে মাঝে আজব সব প্রশ্ন করিস,
ভুলেই যাস, উত্তর তোর পছন্দ নয়।
মাঝে মাঝে আমায় খুবই অবাক করিস,
ভুলেই যাস, অপছন্দ এই বিষ্ময়।

মুগ্ধ হয়ে দেখতে থাকি মাঝে মাঝেই।
আমিও ভুলি, মুগ্ধতা তোর পছন্দ না।
যেটুকু পারি চেপে রাখি মনের ভাজেই,
মঝে মাঝে, উপচে পরে সেই ভাবনা।

Tuesday, June 03, 2014

এই বেশ...

এভাবেই চলতে থাকুক পথচলা,
এভাবেই চলুক কথার ফুলঝুরি।

এভাবেই জোছনা নামুক, রাত জুড়ে,
এভাবেই বৃষ্টি নামুক অঝোরে।

এভাবেই ঘুরতে থাকুক তিন চাকা,
এভাবেই হাটতে থাকা, পথ ফাঁকা।

এভাবেই লিখে চলা ভাবনাটা,
এভাবেই গাইতে থাকা, আনমনে।

এভাবেই ভালোবাসার রূপ দেখা।
এভাবেই ডুবে যাওয়া তোর সনে।