Thursday, June 26, 2014

ভাবনার ভাবানাগুলো

ভাবছি শুধুই।
ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।

ইচ্ছে মত ভাবতে গেলে,
দায় রয়ে যায়।
অনধিকার চর্চা হবার
ভয় রয়ে যায়।

বেয়াড়া সব ভাবনা গুলো
সীমানা পেরোয়
হতচ্ছাড়া, লাগাম ছাড়াই
লাফায়, জিরোয়।

কোন কিছু ভাবতে গেলে
ভাবনা ঘুড়ির সুতো ছাড়ে।
হঠাৎ করে গোত্তা খেয়ে
মনে ভেতর কষ্ট বাড়ে।

এখন থেকে ঠিক করেছি,
ভাববো না আর।

ভাবার আগে ঠিক করব,
কি ভাবা যায়।
কোনটা সঠিক, কোনটা বেঠিক।
কোন ভাবনার লাগাম আছে,
ইচ্ছে মত যায় থামানো।
এখন যে তাই,
ভাবছি শুধুই।

ভাবছি বসে আপন মনে,
কি ভাবা যায়।

মাঝে মাঝে...

মাঝে মাঝে আজব সব প্রশ্ন করিস,
ভুলেই যাস, উত্তর তোর পছন্দ নয়।
মাঝে মাঝে আমায় খুবই অবাক করিস,
ভুলেই যাস, অপছন্দ এই বিষ্ময়।

মুগ্ধ হয়ে দেখতে থাকি মাঝে মাঝেই।
আমিও ভুলি, মুগ্ধতা তোর পছন্দ না।
যেটুকু পারি চেপে রাখি মনের ভাজেই,
মঝে মাঝে, উপচে পরে সেই ভাবনা।

Tuesday, June 03, 2014

এই বেশ...

এভাবেই চলতে থাকুক পথচলা,
এভাবেই চলুক কথার ফুলঝুরি।

এভাবেই জোছনা নামুক, রাত জুড়ে,
এভাবেই বৃষ্টি নামুক অঝোরে।

এভাবেই ঘুরতে থাকুক তিন চাকা,
এভাবেই হাটতে থাকা, পথ ফাঁকা।

এভাবেই লিখে চলা ভাবনাটা,
এভাবেই গাইতে থাকা, আনমনে।

এভাবেই ভালোবাসার রূপ দেখা।
এভাবেই ডুবে যাওয়া তোর সনে। 

Sunday, June 01, 2014

এই মুহূর্তে...

মাঝে মাঝে মনে হয়,
সময় থেমে যাক।
এই মুহূর্তটাই আটকে থাকুক
অনন্তকাল।
পাশাপাশি।

থেমে যাক, সব জীবনের কোলাহল,
থেমে যাক, মৃত্যুর পদচারণা।
থেমে যাক,
রোগ, শোক, জরা, ক্ষয়।
থেমে যাক, গতি।
হাওয়ার খেলা, সাগরের ঢেউ।

থেমে যাক, গ্রহ নক্ষত্রের আবর্তন।
থেমে যাক, আকর্ষণ, আর দুরে সরে যাওয়া।
থেমে যাক,
অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু।
থেমে যাক, বিশ্বসংসার
তার সকল কিছু নিয়ে।

মাঝে মাঝে মনে হয়,
সময় থেমে যাক।
এইখানেই আটকে থাকি
আমরা দুইজন।

এভাবেই দেখতে থাকি,
অবাক বিস্ময়ে, লাজুক হাসি।
অনন্তকাল ধরে।
পাশাপাশি।

Wednesday, May 28, 2014

কেন বলি ভালোবাসি বারে বার

ভালোবাসার অনুভূতিটা,
উপচে পরার মতই...

অনেক বেশি...

চিৎকার করে বারংবার
নিজের অস্তিত্ব জানান দিতে চায়...

দেখিস,
তোর মনেও চিৎকার করে।
হয়তো,
তুই সেটা,
মুখে ফোটাস না।

তোর মন,
তোর প্রাণ,
তোর সমগ্র অস্তিত্ব,
চিৎকার করে জানান দিতে চায়
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

সবাই তো তোর মত নয়,
কাউকে কাউকে
এই চিৎকার
গ্রাস করে নেয়।

দম বন্ধ করা সেই অনুভূতি
তখন,
চিৎকার করে নিজের অস্তিত্ব জানায়।
চোখে,
মুখে,
কানে,
সবখানে।

আর তখন,
কিছু কিছু মানুষও,
বেচে থাকার প্রবল বাসনায়...
মৃত্যুর কাছাকাছি সেই
অনুভূতির গ্রাস থেকে মুক্তি পেতে
বারংবার চিৎকার করে বলে উঠে,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি...

আমিও,
সেই সাধারণেরই একজন।

ভালোবাসার অনুভূতিটা,
গ্রাস করার মতই...
ভালোবাসার অনুভূতিটা,
ডুবিয়ে ফেলার মতই...