Sunday, January 17, 2016

হুট করে খুন হয়ে যেতে পারি

হুট করে খুন হয়ে যেতে পারি...
মাঝ রাতে অথবা ভর বিষণ্ণ দুপুরে।
বাড়ির পাশের গলিতে, অথবা দুরের...

হুট করে খুন হয়ে যেতে পারি....
হয়তো বা খুব শীঘ্রই অথবা অনেক দেরিতে।
কোন উত্তাল সময়ে অথবা শান্তিতেই...

হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ অবাক হবে, কেউ কষ্ট পাবে,
কেউ বলবে,
একদম ঠিক হল না, কিন্তু.....

হুট করে খুন হয়ে যেতে পারি...
কেউ কেউ কষ্ট পাবে অথবা অবাক হবে।
কেউ হয়তো বুঝবেই না অথবা আপদ বিদায়ে স্বস্তি...

হুট করে খুন হয়ে যেতে পারি...

- (১৭ই কার্তিক, ১৪২২)

ভবিষ্যৎ

প্রতিদিন অনিশ্চিতে পথ চলা,
প্রতিদিন জীবন নামের প্রহসন।
প্রতিদিন আশংকাতে পা ফেলা,
প্রতিদিন ত্রাসে হয় একবার মরণ।
এভাবেই জ্বলবে নিয়ন ঠিক রঙিন,
জীবনের থেমে যাওয়া অসম্ভব।
এভাবেই হঠাৎ কোন একটা দিন,
গলিতে থাকবে পরে আমার শব।

- (১৯শে কার্তিক, ১৪২২)

লুকোচুরি প্রেম - ৫

আমার মনের গোপন প্রেমের কথা,
একটু একটু করেই যায় যে বেড়ে।
বাড়তে থাকে বুকের এ শুন্যতা,
অল্প সময়ও থাকলে তোমায় ছেড়ে।

যদিও জানি, উচিৎ নয় এ মোটেও,
আছে আমার  নিজের সব কিছু।
তোমার সাথে একটু সময় পাওয়া...
কেন, ছুটে চলি এমন চাওয়ার পিছু।

সকল কাজে, সারাক্ষনই,
তোমায় পাশে চাই,
চলো না, সব ছেড়েছুড়ে
দুরের দেশে যাই...

Sunday, June 07, 2015

ঘোর...

ইদানীং খুব ভুল হয়ে যায়।
ঘুমের মাঝেই কথা বলি....

বাস্তবতায় নীরব থেকে,
কল্পনাতে কথার ঝুড়ি, চলতে থাকে।

কল্পনা আর বাস্তবতায়,
মাঝে মাঝেই
পার্থক্য হারিয়ে ফেলি।
মাঝে মাঝে, বুঝতে পারি,
ভুল হচ্ছে।

হঠাৎ করে জেগে উঠে,
পাশে দেখি অচেনা মুখ,
চমকে উঠি।
একটু পরে বুঝতে পারি, বাস্তবতা।
ওপাশ ফিরে আবার ঘুমাই...

ইদানীং খুব ভুল হয়ে যায়।
ঘুমের মাঝেই কথা বলি....

- (২২শে জ্যৈষ্ঠ, ১৪২২)

Friday, May 01, 2015

জীবন এখন যেমন


কৃষ্ণচূড়ায় আগের মত রঙ লাগে না,
রঙ মাখে তাই শেওলা ভরা সবুজ পানি।
তোমার মনে আগের মত দোল জাগে না,
দোলার স্থানে জমছে ঘৃণা, সেটাও জানি।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

তোমার পথের এড়িয়ে চলা কুড়িয়ে যাই।
কুড়িয়ে যাই, তোমার যত অবহেলা।
এখন তো আর যায় না দেখা সেই হাসিটা।
যেই হাসিতে রঙ্গিন হত, জীবন চলা।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

আমার জীবন এমন হবে, জানাই ছিল।
হয়নি জানা, তোমার জীবন কেমন যাবে।
মনটা আমার আটকে আছে একই স্থানেই।
জীবন যদিও যায় এগিয়ে নিজ স্বভাবে।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

তোমার তবু আশ্রয় আছে, ফিরে যাবার।
ভুল হলে, ভুল ভুলে গিয়ে, সহায় নেবার।
আমার আছে শুধুই যে এক মঞ্চ কেবল।
ফেরা মানে অভিনয়ে পাল্টানো ভোল।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

লুকিয়ে থাকা অভিনয়ে কষ্ট বাড়ে।
কল্পনারা লাগাম ছিঁড়েই উড়তে পারে।
মনের ভেতর কষ্ট চেপে, হাসতে থাকা,
বুকের ভেতর কান্না জমাট আটকে রাখা।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

কষ্ট দেবার কারণ ছিল, কষ্ট পাওয়া।
ভালোবাসায় ঈর্ষা থাকে মজ্জাগত।
এড়িয়ে চলার কারণ ছিল সময় পাওয়া।
যেই সময়ে মুছবে তোমার মনের ক্ষত।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

আমার জন্য চেষ্টাতে আপত্তি ঠাসা,
ভুলে যাবার প্রচণ্ড যেই শক্তি তোমার।
জানি, যে নেই কোনভাবেই কোন আশা
অপেক্ষাতেই কেটে যাবে জীবন আমার।

শব্দগুলো আগের মতোই ছন্দ বাধে, আপনা হতে।
জোর করে সেই ছন্দ ভাঙ্গি।

- ( ১৭ই বৈশাখ, ১৪২২)