Monday, February 24, 2014

অপরাধ...

জীবন আমার,
হৃদয় আমার,
ভালোবাসার কষ্টও আমার।
আবেগগুলো দমিয়ে রাখার ছলচাতুরী,
কষ্টগুলো তাচ্ছিল্যে উড়িয়ে দেয়া, নির্দয় সব রসিকতাও,
নিজের সাথে নিজেই করি।

বিরক্তি তোর,
অনেক বিশাল,
তুচ্ছ তো নয় আমার মতো।
স্বার্থপরের মতো ভাবি
নিজের কথাই
ক্ষুদ্র মনের, ভাবনা যতো...

ভাবার ফাকেই
জোরসে ধমক,
চমকে উঠে, থমকে পিছাই।
ভুলটা বোঝার আগেই
আমি অপরাধী
স্বীকার করে,
হার মেনে যাই।

কি প্রয়োজন হারিয়ে ফেলার?
ভয় রয়ে যায় মনের ভেতর।
পুরোনো সেই কথার খেলা
এখন খুবই বিরক্তিকর।

No comments:

Post a Comment